যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির অনুমোদন
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত করা হয় তানিয়া সুলতানা হ্যাপিকে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।সোমবার বিকেলে ধানমন্ডির আওয়ামীলীগ কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এ কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত করা হয় তানিয়া সুলতানা হ্যাপিকে।তাকে এ পদে নির্বাচিত করার জন্য তিনি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল দিদিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।উল্লেখ্য, তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন সাহেবের কন্যা।আওয়ামী পরিবারের সন্তান হ্যাপি তার বাবার উতসাহ, অনুপ্রেরণায় রাজনীতিতে প্রবেশ করেন।বিএনপি, জামাত-জোট সরকার এবং ওয়ান ইলেভেনের সময় রাজপথে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রাখেন।এর আগে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।