Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩১, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল 
Wednesday June 18, 2025 , 11:19 am
Print this E-mail this

ভারতের গুজরাটে প্লেন বিপর্যয়ের পর এয়ার ইন্ডিয়ার দুঃসময়

যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে প্লেন বিপর্যয়ের পর থেকে এয়ার ইন্ডিয়ার দুঃসময় কাটছে না। বাতিল হচ্ছে একের পর এক পরিষেবা। এর ফলে চরম হয়রানি পোহাতে হচ্ছে যাত্রীদের। দুর্ঘটনার পর থেকে এখনও অবধি ১১টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। শুধু মঙ্গলবার (১৭ জুন) বাতিল হয়েছে সাতটি ফ্লাইট। সবকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।গত ১২ জুন আকাশে ওড়ার পাঁচ মিনিটের মাথায় গুজরাটের আহমেদাবাদের আবাসিক এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমাটি। বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটটির গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২৭০ জন। তাদের মধ্যে ২৪২ জন ওই প্লেনেই ছিলেন। যাত্রীদের মধ্যে একজন অলৌকিকভাবে বেঁচে যান। কীভাবে বোয়িংটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত চলছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই থেকে দুঃসময় আর কাটছে না এয়ার ইন্ডিয়ার। একের পর এক প্লেনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ছে। যার জেরে বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট।এখনও অবধি বাতিলের তালিকায় রয়েছে হংকং-দিল্লি; মুম্বাই-অহমদাবাদ; দিল্লি-রাঁচী; ফুকেট-দিল্লি; দুবাই-দিল্লি; ভিয়েনা-দিল্লি; প্যারিস -দিল্লি; সান ফ্রান্সিসকো-মুম্বাই; আহমেদাবাদ – লন্ডনসহ আরও কয়েকটি। এআই ১৫৯ ফ্লাইটটি সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরেই অবতরণ করে। এরপর শিডিউল অনুযায়ী, রাত ২টায় সেটি মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু সে সময় প্লেনের বামদিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। দীর্ঘ তিন ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে যাত্রীদের প্লেন থেকে নেমে যেতে বলা হয়। অপরদিকে, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ ফ্লাইটটি গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ছাড়ার আগেই বিপত্তি। কর্তৃপক্ষ ঘোষণা করে, কিছু ত্রুটি থাকার কারণে আপাতত বাতিল করা হয়েছে। তবে মঙ্গলবার বাতিল হলে, তার পরিবর্তে কবে আবার ফ্লাইটটি রওনা দেবে, সেই নিয়েও যাত্রীদের কোনো তথ্য প্রদান করেনি সংস্থা। এই হয়রানির জেরে বিমান কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে অধিকাংশ যাত্রীর। সব মিলিয়ে দুঃসময় আর কাটছে না এয়ার ইন্ডিয়ার।




Archives
Image
কুমিল্লায় বিএনপি-এনসিপি সংঘর্ষ
Image
বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
Image
বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় হাজির মা-বাবা
Image
বরিশাল শেবাচিমের অব্যবস্থাপনা ও ভোগান্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
Image
বরিশালে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ