Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যথাযোগ্য মর্যাদায় বানারীপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন 
Thursday March 8, 2018 , 8:25 pm
Print this E-mail this

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়

যথাযোগ্য মর্যাদায় বানারীপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন


৭ মার্চ ১৯৭১। বাঙ্গালী জাতির এক ঐতিহাসিক দিন। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ারদী উদ্যানে লাখ জনতার সামনে বাঙ্গালী জাতির মুক্তির সনদ ঘোষণা করেন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। গতকাল বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ৭ মার্চ উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা শেষে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি মাহামুদ হোসেন মাখন, যুগ্ম-সম্পাদক, মোঃ মোস্তফা সরদার, আঃ জলিল ঘরামী, মোঃ আক্তার মোল্লা, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শরিফুদ্দীন কিসলু, কৃষক লীগ সম্পাদক রানা, শ্রমিক লীগ  সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবারের ৭ মার্চ পালনের গুরুত্ব একটু বেশী হওয়ার কারন, গত ৩০ অক্টোবর ২০১৭ ইং তারিখ জাতির জনকের ৭ মার্চের এই ঐতিহাসিক ভাষন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া।

উপজেলা প্রশাসন ৭ মার্চ পালন : বানারীপাড়া উপজেলা প্রশাসন ও ৭ মার্চের কর্মসূচী পালন করেন। এ সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা মিছিলে অংশ নেয়।

বানারীপাড়া ডিগ্রী কলেজ ৭ মার্চ পালন : বানারীপাড়া ডিগ্রী কলেজেও ঐতিহাসিক ৭ মার্চ পালন করে। বানারীপাড়া কলেজের অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে মিছিল করেন।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার