|
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা
যথাযোগ্য মর্যাদায় বরিশালে স্বাধীনতা দিবস উদযাপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদযাপিত হয়। সোমবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে বরিশাল নগরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা। একই সময় থেকে নগরের ত্রিশ গোডাউনের বদ্ভভূমিতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি সকাল থেকে স্বাধীনতা স্তম্ভ ও বদ্ভভূমিতে স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিকে সূর্যদয়ের সাথে সাথে পুলিশ লাইন্সে একত্রিশবার তোপধ্বনি করা হয়। এরপর সকাল ৮টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে নগরের বঙ্গবন্ধু উদ্যানে সারাদেশের সঙ্গে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়। যেখানে হাজারো শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন। পরে বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এর আগে, সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম প্রান্তে আনসার ও ভিডিপির রেঞ্জ কার্যালয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ১৩তম মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান। এছাড়াও সকাল ১০টায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা।
Post Views:
২৫৫
|
|