Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান মে দিবস পালিত 
Thursday May 1, 2025 , 1:01 pm
Print this E-mail this

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”-শ্লোগানে

যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান মে দিবস পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই শ্লোগানে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’২০২৫। সকালে বরিশাল জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-বরিশাল বিভাগীয় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: হাফিজুর রহমান হীরা, জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি এস এম মিজানুর রহমান অহিদ, শ্রমিক সংগঠক ডা: মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শ্রমিকরা। আলোচনা সভার শুরুতে অতিথিরা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু