যথাযথ ধর্মীয় মর্যাদায় বরিশালে পবিত্র ঈদুল আজহা পালিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে বরিশালে পবিত্র ঈদুল আজহা পালিত। সোমবার সকাল ৮টায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মাওলানা সিহাবউদ্দিন বেগ। প্রধান জামাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, রাজনীতিবিদ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মোনাজাতে বিশেষ করে ডেঙ্গু থেকে দেশের মানুষকে রক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার বিশেষ কৃপা কামনা করা হয়।