Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মৎস্য অভিযানে গিয়ে মিললো হরিণের মাংস! 
Sunday June 11, 2023 , 10:27 am
Print this E-mail this

জব্দকৃত মাংস আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়

মৎস্য অভিযানে গিয়ে মিললো হরিণের মাংস!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলছে ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞার নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ জুন) দিবাগত গভীর রাতে অভিযানে যায় নৌ পুলিশের একটি দল। এ সময় মাছের বিপরীতে মিললো হরিণের মাংস! শনিবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদ সংলগ্ন জাহাঙ্গীরের কয়লা কারখানার পাশ থেকে ওই মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে বলেশ্বর নদের পাড়ে অবস্থান নিই। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি কয়লা কারখানার ঘাটে ট্রলার থেকে বস্তাভর্তি কিছু একটা নামানোর শব্দ পাই। আমরা দ্রুত ওই ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৪টি বস্তায় চার মণ হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংস আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং ট্রলারটি নিলামের বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান বলেও জানান তিনি।




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে