বখাটেদের হাত থেকে বাঁচতেই তার প্রেমিক রুমান হাওলাদার দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ছিলেন
মোটরসাইকেল থেকে পড়ে নিহত কলেজছাত্রীর ঘাতক শনাক্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পর্যটন কেন্দ্র কুয়কাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে প্রেমিকের বাইকের পিছন থেকে পড়ে স্বর্ণা আক্তার ইতি (২০) নামে এক কলেজছাত্রী নিহত ওই কলেজছাত্রীকে ধাওয়া করেছিল বখাটেরা।সেই বখাটেদের হাত থেকে বাঁচতেই তার প্রেমিক রুমান হাওলাদার দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ছিলেন।আর এতেই নাকি ঘটে বিপত্তি।প্রেমিক রুমানের কাছ থেকে তথ্য নিয়ে বখাটেদের মধ্যে চার জনসহ অজ্ঞাত ৬ বখাটেকে খুঁজছে পুলিশ।বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই তথ্য ঝালকাঠি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।অভিযুক্তরা হলেন, কলাপাড়া উপজেলার কালাম বয়াতির ছেলে নয়ন বয়াতি, আব্দুর রশিদ কালার ছেলে বাবু, মিরাজসহ আরোও ৬জন।পুলিশ জানায়, বুধবার মোটরবাইকে ইতিকে নিয়ে কুয়াকাটা ভ্রমণে যান রুমান।সেখান থেকে দুপুরে ফেরার পথে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের আমতলী এলাকার বান্দঘাটা স্থানে বসে বখাটেরা তাদের মোটর সাইকেলকে ধাওয়া করে।ওই সময় বাইকের পিছন থেকে পড়ে সে গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত স্বর্ণা আক্তার ইতি ঝালকাঠির নলছিটি উপজেলার শাহজাহান শিকদারের মেয়ে।তবে সে বরিশাল পলিটেকনিক ইনস্টিউটের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন বলেও জানা যায়।অপরদিকে প্রেমিক মোটরসাইকেল চালক রুমান হাওলাদার একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে।