পণ্যের দাম বেশি নেয়ায় চাপ সামলান্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ল্যাবএইড হাসপাতাকে ৪০ হাজার টাকা জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালকে জরিমানা করেছে। মঙ্গলবার অভিযান শেষে অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘দুপুরে রাজধানীর উত্তরার ল্যাবএইড হাসপাতালে গিয়ে দেখা যায় তারাও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে। পরে ল্যাবএইড হাসপাতালের ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও পণ্যের দাম বেশি নেয়ায় আরও চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এগুলোর মধ্যে অভিরূপ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, এআরকে ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং বেস্ট ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের দাম বেশি নেয়ায় চাপ সামলান্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।