তিনি নগর ভবনে মেয়র এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন
মেয়র সাদিকের আমন্ত্রনে বরিশালে চীনা রাষ্ট্রদূত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের নবাগত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র আমন্ত্রনে বরিশালে আসছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে মেয়র সাদিক আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। এসময় পরিকল্পিত নগরায়ন এবং নগর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী। তিনি জানান, বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন চীনা রাষ্ট্রদূত। এর বাইরে বিশেষ কোন কর্মসূচি নেই তার। বেলা সাড়ে ১১টায় সৌজন্য স্বাক্ষাত শেষে তিনি বিমান যোগে পুনরায় ঢাকায় ফিরে যান। এ বিষয়ে বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ছুটি থাকায় কোন তথ্য জানাতে পারেননি। তবে বিসিসি’র নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান বলেন, মেয়র মহোদয়ের আমন্ত্রনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু নগর ভবন পরিদর্শনে আসেন। তিনি নগর ভবনে মেয়র এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। এর আগে নগর ভবনে চীনা রাষ্ট্রদূতকে সংবর্ধনা জানান মেয়র।