Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৯:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেডিকেল এসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি ইসতিয়াক ও সম্পাদক শাহিন 
Monday December 25, 2017 , 4:47 am
Print this E-mail this

নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা

মেডিকেল এসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি ইসতিয়াক ও সম্পাদক শাহিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখায় নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা। বিএমএ’র ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. ইসতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন ডা. মো. মনিরুজ্জামান শাহিন। পাশাপাশি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ মাকসুমুল হক। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার আধ্যাপক ডা. মানবেন্দ্র সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যুগ্ম সম্পাদক হয়েছেন ডা. এজেএম ইমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শাহ মো. ফজলে রহমান খান, দফতর সম্পাদক ডা. শোভন বাড়ৈ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. জাহিদ হাসান, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. শিরিন সাবিহা তন্নি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. বকতিয়ার আল মামুন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডা. মু. কামরুল হাসান সেলিম, ডা. হাওয়া আখতার জাহান, ডা. শিখা রানী সাহা, ডা. এসএম সারওয়ার, ডা. বিপ্লব কুমার দাস, ডা. মাহবুব মোর্শেদ রানা, ডা. সুদীপ কুমার হালদার, ডা. নূরুন্নবী তুহিন, ডা. নাহিদ হাসান ও ডা. মো. মশিউর রহমান। আর এরা সবাই ক্ষমতাশীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেলের প্রার্থী। গত ১৭ ডিসেম্বর ২৩টি পদে মোট ৪৭টি মনোনয়নপত্র জমা হয়। তবে সাধারণ সম্পাদক পদে ১টি মনোনায়নই জমা পরে। ২৩ ডিসেম্বর ২৪ জন মনোনয়নপত্র প্রত্যহার করে নেয় । ফলে প্রতিটিতে একক প্রার্থী হওয়ায় স্বাচিপ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এদিকে আগামী ১১ জানুয়ারি বিএমএ বরিশাল জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যে নির্বাচনে বরিশালে মোট ৫৩১ জন ভোটারের ভোট দেওয়ার কথা ছিলো।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম