প্রচ্ছদ » স্লাইডার নিউজ » মেঘনা নদীতে কার্গোর সাথে গ্রীনলাইনের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
Friday May 18, 2018 , 8:18 pm
সংঘর্ষের পরে যাত্রীদের চরে নামিয়ে দিয়ে জাহাজটিকে নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে
মেঘনা নদীতে কার্গোর সাথে গ্রীনলাইনের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি গ্রীনলাইন ৩ জাহাজের সাথে বালুবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ মে) রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালে আসার পথে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরের একলাচপুর লাগোয়া মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে তলিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কেনান কান নামে এক যাত্রী। ওই যাত্রী আরও জানিয়েছেন, আনুমানিক ৪’শ যাত্রী নিয়ে জাহাজটি বরিশালের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ওই স্থানে একটি বালুবাহি কার্গোর সাথে জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের পরে যাত্রীদের চরে নামিয়ে দিয়ে জাহাজটিকে নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন যে সকল যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাদের বরিশালে নিয়ে আসতে এমভি গ্রীনলাইন ২ নামক আরেকটি জাহাজ পাঠানো হয়েছে।