Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মৃত্যুর ছয় বছর পর প্রকাশ হলো আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’ 
Sunday December 1, 2024 , 9:29 pm
Print this E-mail this

১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন তিনি

মৃত্যুর ছয় বছর পর প্রকাশ হলো আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’


মুক্তখবর বিনোদন ডেস্ক : লম্বা বিরতির পর ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে মুক্তি পেলো আইয়ুব বাচ্চুর নতুন গান। এর শিরোনাম ‘ইনবক্স’। ১ ডিসেম্বর এটি উন্মুক্ত হয় অন্তর্জালে। প্রকাশের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে। আইয়ুব বাচ্চু না ফেরার দেশে চলে যাওয়ার ছয় বছর পর নতুন গান প্রকাশ হলো। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ দায়িত্বে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগেই প্রকাশ হলো ‘ইনবক্স’। চন্দনা জানান, এখন থেকে ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গানগুলো মুক্তি পাবে। যদিও এর জন্য তিনি চেয়েছেন অন্যদের সহযোগিতা। তিনি বলেন, বাচ্চুর অনেক গান এখনও অপ্রকাশিত রয়েছে। আমার ইচ্ছা ক্রমশ সবগুলোই প্রকাশ করবো। কিন্তু ভিডিও তৈরি করতে বেশ খরচ। যদি কেউ এগিয়ে আসে, খুব ভালো হয়। তবে কেউ না এলে, আমি একাই গানগুলো প্রকাশ করবো। এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৬ বছর পরেও তাঁকে নিয়ে শ্রোতাদের উন্মাদনার শেষ নেই। ইউটিউবে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে গানটি। কমেন্ট বক্স ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত
Image
বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী