Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের মুক্তিযোদ্ধা মিন্টু দাস আর নেই, বিভিন্ন মহলের শোক 
Thursday March 29, 2018 , 10:27 am
Print this E-mail this

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী

বরিশালের মুক্তিযোদ্ধা মিন্টু দাস আর নেই, বিভিন্ন মহলের শোক


বীর মুক্তি যোদ্ধা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা পূজা কমিটির সহ সভাপতি, ধর্মরক্ষিনী সভার সহ-সভাপতি ও চার্জওয়ার্ড পূজা কমিটির দীর্ঘদিনের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র দাস মিন্টু আর নেই। গতকাল সকাল ১১ টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার পরলোকগমনে বিদেহী আত্মার মঙ্গল কামনা ও শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন বিভিন্ন সংগঠন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্গী রেখে গেছেন। গতকালই সুভাষ চন্দ্র দাস মিন্টুকে ভারতে দাহ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুরঞ্জিত দত্ত লিটু। আজ সন্ধ্যা ৭টায় বরিশাল নগরীর কাটপট্টি রোডস্থ চার্চ ওয়ার্ডে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শোক বই এ স্বাক্ষর গ্রহণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দাস মিন্টুর আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী, গুণগ্রাহী এবং যে কোন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শোকবহিতে স্বাক্ষর করতে পারবেন।

আবুল হাসানাত আবদুল্লাহ এমপির শোক : বীর মুক্তি যোদ্ধা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা পূজা কমিটির সহ সভাপতি, ধর্মরক্ষিনী সভার সহসভাপতি ও চার্জওয়ার্ড পূজা কমিটির দীর্ঘদিনের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র দাস মিন্টু ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাঁর বিদেহী আত্মার মঙ্গল কামনা ও শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

জেবুন্নেছা আফরোজ এমপির শোক : বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা পূজা কমিটির সহ সভাপতি, ধর্মরক্ষিনী সভার সহসভাপতি ও চার্জওয়ার্ড পূজা কমিটির দীর্ঘদিনের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র দাস মিন্টু ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাঁর বিদেহী আত্মার মঙ্গল কামনা ও শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

বরিশাল ক্লাব লিঃ এর সভাপতি কাজী মফিজুল ইসলাম’র শোক : বীর মুক্তিযোদ্ধা, বরিশাল ক্লাব লিঃ এর সিনিয়র সদস্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা পূজা কমিটির সহ-সভাপতি, ধর্মরক্ষিনী সভার সহ-সভাপতি ও চার্জওয়ার্ড পূজা কমিটির দীর্ঘদিনের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র দাস মিন্টু আর নেই। ভারতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বিদেহী আত্মার মঙ্গল কামনা ও শোক সম্ভপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন বরিশাল ক্লাব লিঃ এর সভাপতি ও বরিশাল প্রতিদিন পত্রিকার সম্পাদক কাজী মফিজুল ইসলাম, বরিশাল ক্লাব লিঃ এর পরিচালক এবং বরিশাল প্রতিদিন পত্রিকার প্রকাশক এস এম জাকির হোসেনসহ পরিচালনা পর্ষদ ও সদস্যবৃন্দ।
এছাড়াও তার পরলোকগমনে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক হিরণ কুমার দাস মিঠু, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, মহানগর পূজা কমিটির সদস্য এ্যাড. দীলিপ কুমার ঘোষ, এ্যাড. স্বপন কুমার দত্ত, গোপাল সরকার, গোপাল সাহা, স্বপন কর, কমল দাস, রণজিৎ সেন, অপূর্ব অপু, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, জেলা পূজা কমিটির সঞ্জয় চক্রবর্তী, অনির্বান বিশ্বাস, প্রিয়লাল মন্ডল, চন্দন কুমার দাস মনা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী




Archives
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট
Image
ইউনূস-মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা
Image
দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু
Image
ছুটিতে থাকা পুলিশ সদস্যের কাণ্ড : প্রকাশ্যে তরুণকে মারতে মারতে থানায়
Image
আশুলিয়ায় লাশ পোড়ানোর আরেক ‘কারিগর’ গ্রেপ্তার