Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় এমপি পঙ্কজের বিরুদ্ধে মানহানির মামলা 
Friday November 9, 2018 , 2:05 pm
Print this E-mail this

এমপির বক্তব্যে উপস্থিত সকল মুক্তিযোদ্ধারাই অপমানিত এবং হেনস্থার শিকার হয়েছেন

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় এমপি পঙ্কজের বিরুদ্ধে মানহানির মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালিন বক্তব্য এবং চরিত্রহীন বলায় বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ৮ নভেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল বাতেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমনে নিয়ে মেহেন্দিগঞ্জ সার্কেল এসপিকে তদন্তের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় বাদী এবং অন্যান্য সাক্ষীর নাম উল্লেখ করে প্রকাশ্যে এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ‘‘মুক্তিযোদ্ধারা চোর, চরিত্রহীন, মুক্তিযোদ্ধাদের যেখানে পাবেন সেখানেই ধরে গামছা দিয়ে বেঁধে ছবি তুলে ফেইসবুকে দিয়ে দিবেন, তারপর যা হয় তা আমি দেখব’’। এমপির বক্তব্যে উপস্থিত সকল মুক্তিযোদ্ধারাই অপমানিত এবং হেনস্থার শিকার হয়েছেন। স্বাধীন বাংলাদেশে এমপির এমন বক্তব্য মানহানি কর বটে। এমপির বক্তব্যে সকল মুক্তিযোদ্ধারা সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা