Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৫, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম 
Monday March 24, 2025 , 4:19 pm
Print this E-mail this

জাতীয় নাগরিক পার্টি খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাবে

মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামীর বাংলাদেশে মানুষ দল বা মার্কা দেখ নয়, কাজ দেখে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশে কে কেমন কাজ করছে মানুষের জন্য সেটাই প্রাধান্য পাবে, এবং সেই কাজ দেখে তারা ভোট দেবে। জাতীয় নাগরিক পার্টি খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাবে বলেও জানান তিনি। সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, বিগত দিনে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ, একটা ভিজিডি কার্ড আর একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন তা হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না। যে যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে। তাদের আর এই বাংলাদেশে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন তাহলে বাকি পাঁচ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। একই সঙ্গে দল বা মার্কার ওপর অন্ধ বিশ্বাস স্থাপন না করে সবাইকে কাজগুলোর ওপর নজর দিয়ে দল ও প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান। পথসভার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান তরুণ এই নেতা। এর আগে তিনি ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে জেলার পাঁচ উপজেলার উদ্দেশ্যে পথসভা শুরু করেন। মানুষদের বিভিন্ন মতামত নেওয়ার চেষ্টাও করেন তিনি। সারজিস আলম এনসিপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আগমন করায় তাকে সংবর্ধনা দিচ্ছেন ছাত্রজনতা, সাধারণ মানুষসহ জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীরা। এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিকের ওপর গাড়ি নিয়ে সমর্থকরা সারজিসকে বরণ করেন।




Archives
Image
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Image
অপহরণের আট দিন পর চবির পাঁচ শিক্ষার্থী মুক্ত
Image
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Image
মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র করতে বিক্ষোভ, উত্তপ্ত নগরী