বরিশাল মহানগরে দায়ের হয়েছে ১৪৮টি মামলা, যাতে ৩৫ হাজার ৪৭৮ জন আসামী
মামলার পাহাড়ে চাঁপা পড়েছে বরিশাল বিএনপি
নির্বাচনী বছরে মামলায় বিপর্যস্ত হয়ে পড়ছে প্রধান বিরোধীদল বিএনপি। মামলার পাহাড়ে যেন চাঁপা পড়ছে এই দলটি। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের বহু নেতাই মামলার জালে বন্দী। প্রতিনিয়তই তাদের নামে নতুন মামলা হচ্ছে। দলটির চেয়ারপার্সন যে দিন দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান সে দিনও বহু নেতাকর্মীর নামে দেয়া হয়েছে নতুন মামলা। বিএনপির অভিযোগ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপিকে চাপে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তারা এখন পুরোদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত। তারা বিএনপি নেতাকর্মীদের আদালতের বারান্দায় রেখে আগামী নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। বিএনপির দফতর সূত্র জানিয়েছে, ২০০৭ থেকে চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত করা প্রায় ৫০ হাজার মামলায় নামে-বেনামে আসামি প্রায় ১২ লাখ নেতাকর্মী। এ ছাড়া এ সময়ে অন্তত ৭৭৩ জনকে হত্যা এবং কমপক্ষে ৭২ জনকে গুম করা হয়েছে। ওই সূত্রের তথ্যের মতে, এখন পর্যন্ত বরিশাল বিভাগে দুই হাজার ৩৭৯টি মামলা দায়ের করা হয়েছে। বিভাগের মামলাগুলোতে বিএনপির মোট আসামী ৫৮ হাজার ৬৭ জন। আর বরিশাল মহানগরে দায়ের হয়েছে ১৪৮টি মামলা। যাতে ৩৫ হাজার ৪৭৮ জন আসামী। এরমধ্যে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বিরুদ্ধে রয়েছে ২১টি মামলা, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামে ১৪১টি, মজিবুর রহমান সারোয়ারের বিরুদ্ধে ১৩টি এবং বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে ৯টি মামলা চলছে।