|
আগামী ৭ জুলাই প্রফেসর আকতার ইমাম অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হবে
মানবাধিকার শান্তি পদক-২০১৮ পাচ্ছেন বরিশালের বাহাউদ্দিন গোলাপ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মানবাধিকার শান্তি পদক-২০১৮ পাচ্ছেন বাহাউদ্দিন গোলাপ। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট সংগঠক ড.বাহাউদ্দিন গোলাপকে মানবাধিকার শান্তি পদক-২০১৮ প্রদান করা হবে। আগামী ৭ জুলাই প্রফেসর আকতার ইমাম অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হবে। এতে উপস্থিত থাকবেন বিচারপতি সিকদার মকবুল হক, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, পীরজাদা শহীদুল হক হারুন (অতিরিক্ত সচিব), অর্থ মন্ত্রনালয়, বিশেষ অতিথি সাংবাদিক ফরিদ খান, সম্পাদক, করাপশন নিউজ এজেন্সি প্রমুখ।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।

সূত্র : বরিশাল অবজারভার
Post Views:
২,২২৬
|
|