Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১১, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাদক সেবীদের চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে – অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন 
Sunday October 15, 2017 , 6:58 pm
Print this E-mail this

যারা মাদক খায় তারা রোগী,তাদের খেতে হবেই,তাই তাদের চিকিৎসা করাতে হবে

মাদক সেবীদের চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে – অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আকরাম হোসেন বলেছেন,মাদক নির্মুল করা যাবে না,এটা উন্নত দেশ আমেরিকাতেও আছে।মাদক নিরাময় করা কঠিন কাজ।কারন যারা মাদক খায় তারা রোগী,তাদের খেতে হবেই,তাই তাদের চিকিৎসা করাতে হবে।বরিশালে মাদক নিরাময় কেন্দ্র রয়েছে,৪ মাস সময় লাগে,তাতে ৩০ হাজার টাকার মত লাগে।নিরাময় কেন্দ্র থেকে এনে কর্ম সংস্থান করে দিতে পারলে মাদক থেকে ফেরান সম্ভব,এ জন্য জনপ্রতিনিধিদের দৃস্টি আকর্ষন করে বলেন,যারা যাকাত দেয় সে টাকা দিয়ে গরিব মাদকাসক্তকে চিকিৎসা করানো সম্ভব,তিনি ১৪ অক্টোবর শনিবার বেলা ১১ঘটিকায় রাজাপুর থানা চত্বরে আয়োজিত “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠানে সন্ত্রাস,মাদক,ইফটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বিশেষ অতিথি ছিলেন,ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান বলেন,ঝালকাঠি জেলা শহরে ডিআইজি মহোদয়ের নির্দেশে অপরাধীদের তথ্য জানার জন্য ঝালকাঠিতে অভিযোগ বাক্সস্থাপন করা হয়েছে।যে কেউ অভিযোগ করতে পারবেন,তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে।তিনি সকলে সহযোগীতা কামনা করেন।মোঃ রিয়াজ মাতুব্বরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপবিস্ট ছিলেন এএসপি সার্কেল মোহাম্মদ মোজাম্মেল হোসেন,রাজাপুর থানা অফিসার ইন চার্জ শেখ-মুনীর-উল-গীয়াস এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়্যারম্যান মিলন মাহমুদ বাচ্চু,প্রবীন আ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ,এপিপি আ্যাডভোকেট সন্জিব কুমার বিশ্বাস,উপজেলা পরিষদ ভাস চেয়্যাম্যান মোঃ জাকারিয়া সুমন,সাতুরিয়া ইউপি চেয়্যারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,রাজাপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আহসান হাবিব সোহাগ,জনপ্রতিনিধি নাজমা ইয়াসমিন মুন্নী,মোসাঃ নুরুন্নাহার নিরু, মোঃ তরিকুল ইসলাম তারেক,মোঃ মাসুম মৃধা,মোঃ মনিরুজ্জামান প্রমুখ বক্তারা রাজাপুর উপজেলার আইন শৃংগ্খলার অভূতপূর্ব প্রশংসা করেন।




Archives
Image
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার সিঙ্গাপুরের সহায়তা
Image
দুই নারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা
Image
বড় হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ
Image
আওয়ামী লীগের মিছিল প্রতিহত : অন্তত ১৫ জনকে পুলিশে সোপর্দ
Image
গুলিস্তানে পাল্টা-পাল্টি সমাবেশ, আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত পুলিশ