|
সর্বস্তরে সচেতনমূলক প্রচার-প্রচারণা করার পাশাপাশি মাক্স বিতরণ
মাক্স ব্যবহার না করলে সেবা দেয়া হবে না : বরিশাল জেলা প্রশাসক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারী করেছি যারা মাক্স ব্যবহার করবেন না তাদেরকে কোন সেবা দেওয়া হবে না এবং ব্যবসায়ীদেরকে সেবা দেয়া থেকে বিরত থাকার আহবান জানান। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে (অমিক্রন) করোনা প্রতিরোধমূলক কার্যক্রম উদ্ধোধনী পথ সভায় জেলা প্রশাসক পথচারী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে একথাগুলো বলেন। আমি সহ আমার প্রশাসনের কর্মকর্তারা বরিশাল নগরী সহ প্রত্যেকটি উপজেলার সাধারণ মানুষকে করোনা ও অমিক্রন থেকে রক্ষা করার জন্য সর্বস্তরে সচেতনমূলক প্রচার-প্রচারণা করার পাশাপাশি আমাদের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে নয়, আপনাদের একজন শুভাকাংখি হয়ে আপনাদের সকলের কাছে মাক্স ব্যবহার করার মাধ্যমে সচেতন থাকার আহবান করছি। এসময় তিনি বিগত করোনার কথা স্মরন করে বলেন, আপনারা সকলেই জানেন, মেডিকেলে রোগি রাখার জায়গা দিতে চিকিৎসক ও প্রশাসনের বেগ পেতে হয়েছে। এবার আমরা আগে থেকেই নিজেরা সচেতন হয়ে সেই স্থানে যেতে চাই না। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করে আরো বলেন, আজ থেকে আমরা মাক্স বিতরণ ও প্রচার-প্রচারণার কার্যক্রম শুরু করেছি। শিঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সকলস্থানে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। আমাদের কার্যক্রম জিরোটলারেন্স থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুর রহমান খান, নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) নাজমুল হুদা সহ জেলা প্রশাসন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।
Post Views:
৮০০
|
|