Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২১, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির চিত্রাংকন প্রতিযোগীতা 
Sunday March 25, 2018 , 8:10 pm
Print this E-mail this

সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মানবেন্দ ব্যাটবলকে সম্মাননা ক্রেস্ট প্রদান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির চিত্রাংকন প্রতিযোগীতা


‘মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি দাও’- এ শ্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধের গল্প বলা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। রবিবার (২৫ই মার্চ) বিকালে রিপোর্টার্স ইউনিটি কার্যলয়ে শিশু শ্রেনী থেকে ১০ম শ্রেনী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এই চিত্রাংকন প্রতিযোগীতা। চিত্রাংকন প্রতিযোগীতা পর্ব শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে গল্প বলা অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ই মার্চ অপরেশন সার্চ লাইট পাক হানাদার বাহিনী কর্তৃক সেই কালো রাতে নিরীহ বাঙ্গালীদের নির্বিচারে গুলি করে অসংক্ষ বাঙ্গালী হত্যা করার গল্প বলেন, মুক্তিযোদ্ধা প্রদিপ কুমার ঘোষ পুতুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,সম্মাননা প্রদানকারী মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক এ্যাড. মানবেন্দ ব্যাটবল, রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠানের আহবায়ক মোঃ আলি জসিম। অনুষ্ঠান সঞ্চলনা করেন রিপোর্টার্স ইউনিটি সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার। পরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ বছর সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মানবেন্দ ব্যাটবলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বরিশালের পেশাদারীত্ব সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটি প্রতিবছর ভাষা দিবস উপলক্ষে বই মেলা সহ মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

 শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু