মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদশে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজকে আহবায়ক এবং দৈনিক আজকের বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসনেকে সদস্য সচিব করা হয়েছে। বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমদে আবু জাফর এই কমিটিকে অনুমোদন দিয়েছেন। আগামী ৩ মাসের মধ্যে এই কমিটি কাউন্সিলের মাধ্যমে র্পূণাঙ্গ কমিটির রূপ দিতে পারবে বলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ আইন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবিতে সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন করে আসছে। এই কমিটি বরিশাল অঞ্চলে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ে ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে।
বরিশাল মুক্তখবর পরিবার-এর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।