|
‘নতুনধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর’-শ্লোগানকে লালন করে গত ৭ বছর যেভাবে এগিয়ে যাচ্ছে নতুনধারার রাজনীতিগণ
মতবিনিময় সভায় মোমিন মেহেদী : আপোস করবে না নতুনধারা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, অতিতের মত অবিরত সত্য ও সাহসের ধারা অব্যহত রেখে আপোস করবে না নতুনধারা বাংলাদেশ এনডিবি। ‘নতুনধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর’- শ্লোগানকে লালন করে গত ৭ বছর যেভাবে এগিয়ে যাচ্ছে নতুনধারার রাজনীতিগণ। সেভাবেই আগামীতে বিজয় আনতে তৈরি হচ্ছে তারা। নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের এর সভাপতিত্বে হোটেল মোঘল দরবারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১২ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মীদের সাথে মতবিনিময় সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ফরহাদ শিুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটি সহ ১৫৬ টি কমিটি, ২০০ করে ভোটারের স্বাক্ষর, গঠনতন্ত্র, বিধিমালা, ইশতেহার সহ সকল শর্ত পূরণ করে আবেদনের পরও নিবন্ধন পায়নি শুধুমাত্র স্বৈরতন্ত্রের চিন্তায় বিভোর গণ ভবনের কিছু ষড়যন্ত্রকারীদর কারণে। নতুনধারার নিবন্ধন, ইভিএম প্রকল্প বাতিল ও সিইসি পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে নতুনধারার রাজনীতিকগণ যুক্ত হবে। সভায় নেতাকর্মীদের হাতে লালমনিরহাট-৪, বরিশাল-৪, ঢাকা-৮ সহ ১২ টি নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত লিফলেট তুলে দেন নতুনধারার রাজনীতিক কলামিস্ট মোমিন মেহেদী।
Post Views:
১,৪৭১
|
|