|
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের উন্নয়নে বিশ্বাস করেন-সাদিক
ভয় ভীতি ছাড়াই শান্তিতেই ভোট দিতে পারবেন ভোটার-সাদিক আবদুল্লাহ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৩০ই জুলাই বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মেয়র প্রর্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গণ সংযোগ ও প্রচার-প্রচারণা কালে গণ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী, হুমকি ধামকি দিয়ে ভোট নিতে চাই না। নির্বাচনের দিন প্রতিটি ভোটার কেন্দ্রে যার যার ভোট সে নিজেই দিতে পারবে এ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে কোন সন্দেহ বা শংকা প্রকাশ করার কিছুই নেই। তিনি আরো বলেন, আজ আমার সাথে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন যে তিনিতো এখানে নির্বাচিত মেয়র ছিলেন, সে বরিশালের জন্য কি করেছে সে বিচার এখানকার ভোটাররা বিবেচনা করবেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের উন্নয়নে বিশ্বাস করেন। তার উন্নয়ন মূলক কাজে দেশ একটি রোল মডেলে রুপ নিয়েছে। প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ও তার দলের পক্ষ থেকে অভিযোগ করা একটি রোগে পরিণত হয়েছে। আমি বা আমার দল কারো সমলোচনা করার মত কাজে বিশ্বাস করি না বলেই আমি কারো বিরুদ্ধে কোন মন্তব্য করি না। বরিশালের জনগণ উন্নয়নের বিবেচনা করেই নৌকায় ভোট দিয়ে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বৃহস্পতিবার সকালে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামীলীলীগের সম্পাদক এ্যাড: একে এম জাহাঙ্গির, সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে গণ সংযোগকালে মতবিনিময়, লিফলেট বিতরণ করা সহ নগরবাসীর সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি নগরীর ১, ২, ৩নং ওয়ার্ডের কাউনিয়া, বিসিক, পিছনের স্কুল সহ ২৩নং ওয়ার্ডের নগরীর বর্ধিত এলাকায় পরিদর্শন করেন এবং সে এলাকায় গণ সংযোগ করেন। বিকালে ২৯ ও ৩ এবং ৬ নং ওয়ার্ডের নেতা-কর্মী সমথকদের সাথে নিবাচনী উঠান বৈঠক করেন।
Post Views:
১,৬৩৩
|
|