মালিক পক্ষ আমাদের কাছ থেকে বেশ কয়েকবার সময় নিয়েও কোনো সমাধান করেনি
ভোলায় ট্যাংক-লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক : ট্যাংক-লরি শ্রমিকদের বেতন-বোনাস, হোটেল ভাড়া ও খোরাকি বৃদ্ধির দাবিতে ভোলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ভোলা জেলা ট্যাংক-লরি শ্রমিক পরিচালনা কমিটি।সোমবার ভোর থেকে তাদের এ ধর্মঘট শুরু হয়। দাবি না আদায় হওয়া পর্যন্ত এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ২০১৩ সাল থেকে তারা ট্যাংক লরি মালিকদের কাছে বিভিন্ন সময় এ যৌক্তিক দাবি তুলে ধরেন। কিন্তু মালিকপক্ষ তাদের কাছ থেকে এ পর্যন্ত পাঁচ বারের অধিক সময় নিয়েও দাবি পূরণ করেনি। শ্রমিকদের দাবিসমুহ হলো-শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শ্রমিক নিতে হবে। নিয়োগ পত্রের মাধ্যমে শ্রমিক নেয়া। শ্রমিক ছাটাই করতে হলে শ্রমিক ইউনিয়নের সঙ্গে মালিক পক্ষ বসে সিদ্ধান্ত নিতে হবে। বেতন খোরাকি, হোটেল ভাড়া ও বোনাস বৃদ্ধি করতে হবে। প্রতি মাসের বেতন ১ থেকে সাত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। কোনো শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেলে তাকে সেই প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য দিতে হবে। কর্মরত অবস্থায় অসুস্থ বা দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ থাকলে চিকিৎসা ভাতা দিতে হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে সারা দিন গাড়ি বন্ধ রাখতে হবে। ঈদের আগের রাতে সন্ধ্যার পর থেকে গাড়ি বন্ধ রাখতে হবে। অতিরিক্ত তৈল সঠিকভাবে জ্বালানিসহ বণ্টন করতে হবে। প্রতি গাড়ির সাথে বিএসটিআই কর্তৃক অনুমোদিত মেজর ব্যাড়েল নিতে হবে। লোহার ইঞ্চি ও খারাপ ব্যারেল অপসারণ করতে হবে। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে দিতে হবে। ১৮০০০ গাড়িতে দুই জন ড্রাইভার ও দুইজন হেলপার নিতে হবে। ভোলা জেলা ট্যাংক-লরি শ্রমিক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, আমাদের যৌক্তিক দাবি নিয়ে ২০১৩ সাল থেকে মালিক পক্ষকে বার বার চিঠি দিয়েছি। কিন্তু মালিক পক্ষ আমাদের কাছ থেকে বেশ কয়েকবার সময় নিয়েও কোনো সমাধান করেনি। এজন্য আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।