Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় জেলের জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা’ 
Sunday April 1, 2018 , 5:45 pm
Print this E-mail this

মাছটি ভ্যানে করে রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়

ভোলায় জেলের জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা’


নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে জেলেদের জালে ধরা পড়া সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। রোববার (০১ এপ্রিল) সকালে মাছটি কেটে ভাগা দিয়ে বিক্রি করছেন মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী। মাসুম জানান, গত শুক্রবার (৩০ মার্চ) রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক। বরিশাল মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ মাছের ইংরেজি নাম (Leopard Stingray)। স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গুলো উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, শাপলা পাতা মাছটি কাটার আগে উৎসুক জনতা খবর পেয়ে বরিশাল নগরের পোর্ট রোডের মাছের পাইকারি বাজারে দেখার জন্য আসেন। এর আগে বিশাল আকারের এ মাছটি ভ্যানে করে রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান