বেড়ে ওঠা হরিণ শাবকের বয়স ৫ মাস ২ দিন, নাম রাখা হয় শশী
ভোলায় ঘরে পালিত হরিণ শাবকের শেষ ঠিকানা কোথায়?
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার তজুমদ্দিন উপজেলার বন বিভাগের বিএম (বোটম্যান) নুরুউল্ল্যাহর ঘরে সন্তান মমতায় বেড়ে ওঠা হরিণ শাবকের বয়স ৫ মাস ২ দিন। নাম রাখা হয় শশী। এটি লোকালয়ে ঘুরে বেড়াতে অভ্যস্ত। ভাতের মার, ভাত, মুরি, চানাচুর, বিস্কুট, চা, দুধ সবই খেতে পছন্দ তার। লতাপাতাও খায়। এলাকার শিশুদের সঙ্গে ছুটোছুটিতে তার সখ্যতাও রয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে শশীর শেষ ঠিকানা কোথায় হবে? বন বিভাগ শশীকে বনে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। দু-একদিনের মধ্যে বনে ছেড়ে দেওয়া হবে। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে প্রাণী বিশেষজ্ঞ জেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুণ্ডু জানান, হরিণ বন্যপ্রাণী হলেও এটি পোষ্য। যেহেতু বাচ্চা হরিণটি লোকালয়ে বেড়ে উঠেছে তাই এটিকে বনে অবমুক্ত না করে সাফারি পার্ক বা চিড়িয়াখানা এমন প্রতিষ্ঠানে দেওয়া যেতে পারে। বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক জানান, নিয়ম অনুযায়ী বনের প্রাণী পাওয়া গেলে তাকে বনে অবমুক্ত করতে হয়। যেহেতু হরিণ শাবকটি লোকালয়ের পরিবেশে মানিয়ে চলছে। তাই এ নিয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে।