|
| | | |
বহুদিন থেকে ছেলে রাহাত মানসিক সমস্যায় ভুগছিল
ভোলায় কুপিয়ে মায়ের মাথা-হাত বিচ্ছিন্ন করল ছেলে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দা দিয়ে কুপিয়ে মায়ের দুই হাত ও মাথা বিচ্ছিন্ন করেছে ছেলে রাহাত (৩০)। এ সময় দায়ের কোপে গুরুতর আহত হন পার্শ্ববর্তী ঘরের নাজু মৃধার স্ত্রী জান্নাত বেগম। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা (৪২) বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল হাওলাদারের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে খুনি রাহাতকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বহুদিন থেকে রাহাত মানসিক সমস্যায় ভুগছিল। সোমবার রাহাত ঢাকায় কামরাঙ্গীরচর তাদের মুদি ব্যবসা থেকে কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসে। বিকালে স্থানীয় শান্তিরহাট বাজার থেকে মাছ কিনে বাড়িতে আসলে মা নাসিমার সাথে রাহাতের চিকিৎসার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাহাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে মা নাসিমার মাথায় কোপ দিতে থাকলে তার মা হাত দিয়ে প্রতিরোধ করার সময় দায়ের কোপে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মা নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পার্শ্ববর্তী ঘরের নাজু মৃধা জানান, তার স্ত্রী জান্নাত চিৎকার শুনে নাসিমাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। জান্নাতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে রাহাতকে আটক করে লাশ থানায় আনা হয়েছে।
Post Views:
২৪৫
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|