Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৯:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় কুপিয়ে মা‌য়ের মাথা-হাত বিচ্ছিন্ন করল ছেলে 
Monday March 25, 2024 , 11:04 pm
Print this E-mail this

বহুদিন থে‌কে ছেলে রাহাত মানসিক সমস্যায় ভুগছিল

ভোলায় কুপিয়ে মা‌য়ের মাথা-হাত বিচ্ছিন্ন করল ছেলে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দা দিয়ে কুপিয়ে মায়ের দুই হাত ও মাথা বিচ্ছিন্ন করেছে ছেলে রাহাত (৩০)। এ সময় দায়ের কোপে গুরুতর আহত হন পার্শ্ববর্তী ঘ‌রের নাজু মৃধার স্ত্রী জান্নাত বেগম। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত না‌সিমা (৪২) বোরহানউদ্দিন উপ‌জেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল হাওলাদারের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে খুনি রাহাত‌কে আটক ক‌রে‌ছে। পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বহুদিন থে‌কে রাহাত মানসিক সমস্যায় ভুগছিল। সোমবার রাহাত ঢাকায় কামরাঙ্গীরচর তা‌দের মু‌দি ব‌্যবসা থে‌কে কাউকে কিছু না ব‌লে বা‌ড়ি‌তে চ‌লে আসে। বি‌কা‌লে স্থানীয় শা‌ন্তিরহাট বাজার থে‌কে মাছ কি‌নে বা‌ড়ি‌তে আস‌লে মা না‌সিমার সা‌থে রাহ‌াতের চি‌কিৎসার বিষয় নি‌য়ে কথা কাটাকা‌টি হয়। এক পর্যা‌য়ে রাহাত উত্তেজিত হ‌য়ে ঘ‌রে থাকা ধারা‌লো দা দি‌য়ে কু‌পি‌য়ে মা না‌সিমার মাথায় কোপ দিতে থাকলে তার মা হাত দি‌য়ে প্রতি‌রোধ কর‌ার সময় দা‌য়ের কো‌পে তার দুই হ‌াতের ক‌ব্জি বি‌চ্ছিন্ন হয়ে যায়। এতে মা না‌সিমা ঘটনাস্থ‌লেই মারা যান। পার্শ্ববর্তী ঘ‌রের নাজু মৃধা জানান, তার স্ত্রী জান্নাত চিৎকার শু‌নে না‌সিমা‌কে বাঁচা‌তে গে‌লে তা‌কেও কু‌পি‌য়ে গুরুতর আহত ক‌রে। জান্নাত‌কে স্থানীয়রা উদ্ধার ক‌রে প্রথ‌মে বোরহানউদ্দিন হাসপাতা‌লে নি‌লে সেখা‌নে তার অবস্থার অবন‌তি হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎক তা‌কে ভোলা সদর হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। বোরহানউদ্দিন থানার ওসি শা‌হিন ফ‌কির জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে থেকে রাহাত‌কে আটক ক‌রে লাশ থানায় আনা হয়েছে।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম