নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় নির্মীত ২২০ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারটি আগামী ১৬ জানুয়ারি উদ্বোধন হচ্ছে। আইফেল টাওয়ারের আদলে নির্মিত টাওয়ারটি ওই দিন দুপুর ২টায় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ উদ্বোধন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও পৌরসভার বাস্তবায়নে টাওয়ারটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। শহরের প্রাণ কেন্দ্র ফ্যাসন স্কায়ারের পাশে নির্মিত সু-উচ্চ টাওয়ারটি উদ্বোধনের মধ্যে দিয়ে এই অঞ্চলে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। চরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান জানান, ১৬ তালা বিশিষ্ট টাওয়ারটির ডিজাইন করেছেন কামরুজ্জামান লিটন। ২০১৩ সালের ফেব্র“য়ারি মাসে এর নির্মাণ কাজ শুরু করা হয়। মাটির ৭৫ ফুট নিচ থেকে ঢালাই-পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মিত টাওয়ারটি ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়। চারদিকে অ্যালুমিনিয়ামের ওপর রয়েছে ৫ মিলি ব্যাসের স্বচ্ছ গ্লাস। চূড়ায় ওঠার জন্য সিঁড়ির সঙ্গে ১৩ জন ধারণ ক্ষমতাসম্পন্ন থাকছে অত্যাধুনিক ক্যাপসুল লিফট। পৌরসভা সূত্র জানায়, ওয়াচ টাওয়ারটিতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার। যার সাহায্যে পর্যটকরা চর কুকরী-মুকরী, তারুয়া সৈকত এবং বঙ্গোপসাগরের একটি অংশসহ চারপাশে অবস্থিত ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও উপভোগ করতে পারবেন। এছাড়া বিশ্রামাগরে, প্রাথমিক চিকিৎসাসহ রয়েছে খাবারের সু-ব্যবস্থা।