Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ভোটার হতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক 
Wednesday March 12, 2025 , 8:10 pm
Print this E-mail this

তাদের সহযোগী দু’জনকে আটক, আইনগত ব্যবস্থা গ্রহণ

ভোলায় ভোটার হতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় ভোটার হতে গিয়ে ধরা পড়েছেন রোহিঙ্গা দম্পতি। এসময় তাদের সঙ্গ দেড় বছরের একটি শিশু সন্তান ছিল। ওই সময় তাদের সহযোগী দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-আব্দুল হালিম (৩২) ও তার স্ত্রী উম্মুল খায়ের (২৫)। তারা টেকনাফ রোহিঙ্গা ক‌্যাম্প থেকে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও তাদের দুই সহযোগী জুলফিকার আলী তার বোন ফাতেমার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ২ নম্বর ওয়ার্ডে বাসিন্দা। বুধবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে তাদের দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চরপাতা ইউনিয়নের প্যানেল চেয়‌ারম‌্যান সোহরাব হোসেন সবুজ জানান, সকাল থেকে চরপাতা ইউনিয়নের ভোটার হালনাগাদ ও নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছিল। দুপুরে ওই রোহিঙ্গা দম্পতি তাদের একটি সন্তান নিয়ে দুই সহযোগীসহ ভোটা আইডি কার্ডের ছবি তুলতে আসেন। পরে রোহিঙ্গা স্বামী-স্ত্রীর কথা বার্তায় তার সন্দেহ হয়। পরে তিনি তাদের নাম ও কোন ওয়ার্ডের বাসিন্দা জানতে চাইলে তারা বলতে পারেনি। পরে তারা পুলিশকে খবর দেন। বিকেলের দিকে পুলিশ দুই সহযোগীসহ রোহিঙ্গা দম্পতিকে থানায় নিয়ে যান। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা রোহিঙ্গা দম্পতি ও তাদের সহযোগীদের আটক করে থানায় নিয়ে এসেছি। তারা সকালে ভোলার দৌলতখান আসেন। পরে চরপাতা ইউনিয়ন পরিষদে ভোটার আইডি কার্ডের ছবি তুলতে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা করেন।




Archives