Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটার সংখ্যায় ভারসাম্য নেই বরিশালের অধিকাংশ আসনে 
Friday March 23, 2018 , 7:36 pm
Print this E-mail this

কমিশন দাবি-আপত্তির নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে

ভোটার সংখ্যায় ভারসাম্য নেই বরিশালের অধিকাংশ আসনে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুনর্বিন্যস্ত নির্বাচনী এলাকার যে খসড়া নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেখানে বরিশাল বিভাগের অধিকাংশ আসনেই জনসংখ্যা বা ভোটার সংখ্যায় ভারসাম্য থাকেনি। নতুন আসন বিন্যাসে বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রযেছে ঝালকাঠি-১ আসনে। সেখানে এক লাখ ৭৬ হাজার ৯৫৮ জন ভোটার রয়েছেন।ইসি কর্মকর্তারা বলছেন, জেলাভিত্তিক আসন সংখ্যা ঠিক রাখতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নিধারণে তারা জেলার আসনওয়ারি গড় জনসংখ্যা আমলে নিয়েছেন।প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশে ৩০০ আসনে ভোটার প্রায় ১০ কোটি ৪২ লাখ। সেক্ষেত্রে প্রতি আসনে গড় জনসংখ্যা হয় ৫ লাখ ৩৩ হাজারের মত। আর আসন প্রতি গড় ভোটার হয় ৩ লাখ ৪৭ হাজার। কিন্তু নতুন যে বিন্যাস এসেছে, সেখানে গড়ে তিন থেকে চার লাখ ভোটার আছেন ১৫৩টি আসনে। ৮২টি আসনে ভোটার সংখ্যা এক থেকে তিন লাখের মধ্যে। আর চার থেকে সাত লাখ ভোটার আছে ৬৫টি আসনে। এর মধ্যে এক থেকে দুই লাখ ভোটার রয়েছে ঝালকাঠি-১ (১,৭৬,৯৮৫) ও পিরোজপুর-৩ (১,৮৮,৯৬২) আসনে। দুই থেকে তিন লাখ ভোটার রয়েছে বরগুনা-২; পটুয়াখালী-২, ৩, ৪; ভোলা-২, ৩; বরিশাল-১, ৩, ৬; ঝালকাঠি-২; পিরোজপুর-২। তিন থেকে চার লাখ ভোটার রয়েছে, পটুয়াখালী-১; ভোলা-১, ৪; বরিশাল-২, ৪, ৫। চার থেকে পাঁচ লাখ ভোটার রয়েছে বরগুনা-১; পিরোজপুর-১। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, একাদশ সংসদ নির্বাচনের জন্য এই খসড়া তৈরিতে ১৬ জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে। প্রস্তাবিত ৩৮টি আসনে উপজেলার অখণ্ডতা, প্রশাসনিক এলাকা ও বিলুপ্ত ছিটমহল যোগ করা হয়েছে। আর ২৬২টি আসনের ক্ষেত্রে দশম সংসদের সীমানেই বহাল রয়েছে। সেক্ষেত্রে একাদশ সংসদ নির্বাচনে আসন সীমানায় বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি জানান, খসড়া নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে ১ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। কমিশন দাবি-আপত্তির নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০