Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভালোবাসার জাদুকর-বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন 
Monday April 23, 2018 , 12:50 pm
Print this E-mail this

ক্ষমতাহীন সাধারন মানুষের পাশে থেকে,তাদের দোয়া/ভালবাসা নিয়েই যেন চাকরি জীবনের বাকি সময়টা পার করতে পারি

ভালোবাসার জাদুকর-বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এক বৃদ্ধার অকৃত্রিম ভালবাসায় আবেগাপ্লুত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন। আজ তার ফেসবুক স্ট্যাটাস এ তিনি বিষয়টি তুলে ধরেন। ফেসবুকের সেই স্ট্যাটাসটি হুবাহু তুলে ধরা হলো পাঠকদের উদ্দেশ্যে। ‘‘এই ভদ্রলোককে আমি চিনতাম না। তিনি তেমন বিশিষ্ট কেউও নন। নাম শামসুল হক আকন্দ (শামসু মিয়া)। বয়স আশির কাছাকাছি। আলেকান্দা শিকদার পাড়া বাড়ি। আজ আমার সাথে দেখা করতে এসেছিলেন কোন দরকার ছাড়াই!! তিনি আমাকে জানালেন যে এর আগেও তিনি চার/পাঁচ দিন আমাকে দেখতে এসেছেন, কোনো কারন ছাড়াই!! ভিড় দেখে নাকি চলে গেছেন। পত্রিকায় আমার বদলির খবর দেখে আজ আবার এসেছেন, আজ আর দেখা না করে চলে যেতে চাননি। কৌতূহলী হয়ে কারন জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি নাকি গত দুবছর (প্রায়) তার মত সাধারণ মানুষকে ক্ষমতাধরদের/গুন্ডাদের অত্যাচার থেকে আগলে রেখেছিলাম, এই সময়ে গুন্ডারা নাকি সব গর্তে ঢুকেছিল। তাই আমাকে দেখতে চেয়েছেন। বেশ রাগতঃ স্বরে তিনি আমার কাছে জানতে চাইলেন আমাকে কে বা কারা বদলি করিয়েছেন। জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, তাঁকে/তাদেরকে চিনে রাখতে চান। আমি তাকে সরকারি চাকরিতে বদলির স্বাভাবিক নিয়মের কথা বলে বোঝানোর চেষ্টা করলাম। তবে সত্যিই আবেগাপ্লুত হলাম।’’ এরকম ক্ষমতাহীন সাধারন মানুষের পাশে থেকে, তাদের দোয়া/ভালবাসা নিয়েই যেন চাকরি জীবনের বাকি সময়টা পার করতে পারি।




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা