Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল 
Thursday December 5, 2024 , 11:49 pm
Print this E-mail this

এরকম আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যা একটি স্বাধীন রাষ্ট্রের মেনে নেওয়া সম্ভব নয়

ভারতে বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (ডিসেম্বর ৫) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করা হয়। মিছিলটি ভোলা-বরিশাল মহাসড়ক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে জমায়েত হয়ে সমাবেশ শেষ করে। এসময়, বিক্ষোভকারী ছাত্ররা বলেন, ভারতের আগড়তলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে। এটা ছাড়াও বিগত দিনে এরকম আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যা একটি স্বাধীন রাষ্ট্রের দ্বারা মেনে নেওয়া সম্ভব নয়। ববি ছাত্রদল নেতা রাফি বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি এক গভীর ক্ষোভ নিয়ে প্রতিবাদের চেতনায়। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্মান সবসময়ের জন্য অগ্রগণ্য। কিন্তু আজ আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে, ভারতের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমাদের দেশকে অবমাননা করার চেষ্টা করছে এখন আমরা চুপ থাকতে পারি না। ভারতীয় আগ্রাসন এবং তাদের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে আজ আমরা এই ক্যাম্পাসের মূল ফটক প্রাঙ্গণ থেকে বার্তা পাঠাতে চাই। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের সম্মান, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা কখনো বরদাশত করা হবে না।




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে