Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে 
Thursday December 19, 2024 , 7:10 pm
Print this E-mail this

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুই সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দু’জন হলেন-ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গি ও উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেন, সারাঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল। মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। এই চিকিৎসক আরও জানান, আহত দুজনই আইসিইউতে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সংসদ সদস্যরা। সে সময় প্রতাপ সারাঙ্গি আহত হন। সেই সঙ্গে আহত হন মুকেশ রাজপুতও।বিজেপির অভিযোগ, প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন। রাহুলের উল্টো অভিযোগ, তিনি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলেন। কিন্তু বিজেপির সংসদ সদস্যরা তাকে বাধা দেন, ধাক্কা দেন ও হুমকি দিতে থাকেন।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের