তারা ভারতের পশ্চিবঙ্গের বংশিয়ারি থানার কড়াই কলোনি এলাকা নাগরিকত্ব গ্রহণ করে
ভান্ডারিয়ার আতরখালীতে অবৈধভাবে জমি দাবী ভারতীয় দুই নাগরিকের
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী সমদ্দার বাড়ীতে উপস্থিত হয়ে অবৈধভাবে জমি দাবী করছে অতুল সমদ্দার ও বাশিরাম সমদ্দার নামের দুই ভারতীয় নাগরিক।আতরখালী গ্রামের গৌরাঙ্গ সমদ্দারের অভিযোগ,পূর্ব পুরুষের ভিটা মাটি বিক্রি করে দীর্ঘ ৪৫ বছর পূর্বে অতুল সমদ্দার ও বাশিরাম সমদ্দার এ দেশ ত্যাগ করে।পরবর্তীতে তারা ভারতের পশ্চিবঙ্গের বংশিয়ারি থানার কড়াই কলোনি এলাকা নাগরিকত্ব গ্রহণ করে।বাশিরাম সমদ্দার এর পশ্চিম বঙ্গের নির্বাচক তালিকা ২০১৮ অংশ নং ১২৬,ভোটার নং ৪৯৩,জিটিওয়াই নং ২৩৮৪১৮৮ বাড়ী নং ডি-০০৭৯।অতুল সমদ্দার ভোটার নং ২৯২,ডব্লিউ বি-০৬০৩৫১২৩০১৭,বাড়ী নং এন ০০৫৬।এ দুই ভারতীয় নাগরিক সপ্তাহ খানেক পূর্বে আতরখালীতে এসে অতুল সমদ্দার এর দূর সম্পর্কের ভাগ্নে পুলিন মিস্ত্রীর বাড়ীতে আশ্রয় নিয়ে পূর্ব পুরুষের ভিটা মাটি দাবী করে অবৈধভাবে গৌরাঙ্গ সমদ্দার এর জমি দখলের চেষ্টা চালায়।স্থানীয় কিছু কুচক্রি মহলের সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে।এ ব্যাপারে গৌরাঙ্গ সমদ্দার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।