|
| | | |
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চিকিৎসাধীন অবস্থায় আশিককে আটক করে
বোমা বানাতে গিয়ে আহত যুবক বরিশালে আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বোমা বানাতে গিয়ে বাম হাত থেতলে কব্জি উড়ে যাওয়া যুবক আশিক সিকদারকে গোপনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে আটক করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। মাদারীপুরের কালকিনি থানার এসআই ওয়াদুদ মিয়া জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে কালকিনির সিডিখান এলাকার আজাদ মেম্বারের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে বসে আশিক সিকদার (২১) বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হয়। বোমার আঘাতে আশিকের বাম হাত থেতলে কব্জি উড়ে যায়। আশিক ওই এলাকার খুনেরচর গ্রামের ইউনুস সিকদারের পুত্র। ঘটনার পর গুরুতর আহত আশিককে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন-অর রশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। গৌরনদী মডেল থানার এস আই মাজহারুল ইসলাম জানান, শেবাচিম হাসপাতালে গুরুতর আহত আশিককে নেয়ার পর পুলিশের গ্রেফতার আতংকে রাতেই শেবাচিম থেকে তাকে (আশিক) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চিকিৎসাধীন অবস্থায় আশিককে আটক করে।
Post Views:
৯০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|