দুই পরিবারের সবাই একমত হওয়ায় বিয়ের সিদ্ধান্ত, ২৬শে নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা
বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া-সারওয়ার্দী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া এবং লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। দুজনই গণমাধ্যমকে জানিয়েছেন, দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ে হয়েছে। জানা গেছে পাত্র-পাত্রী দুজন এবং দুই পরিবারের সবাই একমত হওয়ার পরই তারা বিয়ের সিদ্ধান্তে গিয়েছেন। দুজনের পরিচয় কাজের সূত্রে। ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে ব্রাউনিয়ার পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের মত নিয়ে গত ৬ই নভেম্বর আকদ আর ১৬ই নভেম্বর বিয়ে নিবন্ধন করা হয়। আগামী ২৬শে নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানা গেছে।