Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বরিশালের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ 
Thursday October 4, 2018 , 10:03 pm
Print this E-mail this

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুজিবুর রহমান

বিসিসি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বরিশালের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ


নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুজিবুর রহমান। পাশাপাশি তার নিকটতম বিএনপির প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট। তবে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ৯ কেন্দ্রে শুধুমাত্র কাউন্সিলর পদে ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বরিশাল নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মুজিবুর রহমান। ১২৩টি কেন্দ্রের মধ্যে ১১৪ কেন্দ্রের ফলাফল অনুসারে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ্যাড. মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট। রিটার্নিং অফিসার আরো জানান, ৯ কেন্দ্রে ফের ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো-০৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯। এই কেন্দ্রে কবে ভোট নেওয়া হবে তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৩ অক্টোবর একটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা অনিয়মের অভিযোগে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে নির্বাচনের দুই মাস ৩ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হলো।

নবনির্বাচিত মেয়রকে বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে