Current Bangladesh Time
বুধবার আগস্ট ১০, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Latest News

প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি’র কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেফতার 
Friday January 14, 2022 , 6:33 pm
Print this E-mail this

ওই নারী‌কে শেবাচিম হাসপাতা‌লের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ

বিসিসি’র কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব‌রিশাল সি‌টি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর আজাদ হো‌সেন মোল্লা কালাম‌কে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কেরগঞ্জ থে‌কে শুক্রবার সন্ধ‌্যায় তা‌কে গ্রেপ্তার করা হয়েছে। ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কম‌লেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি ব‌লেন, বি‌য়ের প্রলোভনে এক নারী‌কে একা‌ধিকবার ধর্ষণ ক‌রেন কালাম মোল্লা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারের ওই নারী টেকনোলজিস্টকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়েন কালাম মোল্লা। এরপর বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে তার মেলামেশা করেন। সর্বশেষ বৃহস্প‌তিবার রা‌তে কা‌শিপু‌রের মগরপাড়া এলাকায় ৩০ বছর বয়সী ওই নারী‌কে ধর্ষণ করেন। ওই সময় বিয়ের কথা বললে সেখান থেকে চলে যান কালাম মোল্লা। এরপর ওই নারী ফোন করলে তাকে বিয়ে করতে অস্বীকার করেন এবং ধর্ষণের ঘটনা গোপন রাখতে ওই নারীকে হুমকি দেন। শুক্রবার বিকা‌লে এ ঘটনায় মামলা হয়। একমাত্র আসামি করা হয় আজাদ হো‌সেন মোল্লা কালাম‌কে। উপ-প‌রিদর্শক সাইদুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার সময় বা‌কেরগঞ্জ থে‌কে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরও জানান, ওই নারী‌কে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ভিক‌টিম সা‌পোর্ট সেন্টা‌র থে‌কে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হ‌য়ে‌ছে। উল্লেখ্য, তিনি স্বেচ্ছাসেবক লীগ বরিশাল সদর উপজেলার যুগ্ম-আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। জেলা স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা জানান, স্বেচ্ছাসেবক লীগ বরিশাল সদর উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান খোকন ও যুগ্ম-আহবায়ক আজাদ হোসেন কালাম মোল্লাকে বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাত বছর আগে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
Archives

Image
বরিশালে হেরোইনসহ আটক ২
Image
সামিয়া রহমানের কাছে ১১ লাখ ৪১ হাজার টাকা দাবি ঢাবি প্রশাসন’র
Image
শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে বিএমপি’র ওপেন হাউজ ডে
Image
বরিশাল নগরীতে রাস্তায় ব্যাগভর্তি টাকা পেয়ে ফেরত দিলেন দিনমজুর
Image
বরিশালের উজিরপুরে পিকাপ-মাহেন্দ্র সংঘর্ষে আহত ৫