|
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভাষা আন্দোলন গবেষনা ও যাদুঘরের নির্বাহী পরিচালক এম, আর, মাহবুব
বিশ জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান ও মোড়ক উন্মোচন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে এজ দা ফাউন্ডেশনের উদ্যোগে বেস পার্ক হাইটস কনফারেন্স রুমে গতকাল (১৮-০২-১৮) “প্রজন্মের চোখে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব”বইয়ের মোড়ক উন্মোচন ও বিশ জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতাবাদী কবি ও ভাষা সৈনিক সাবির আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫২-এর ভাষা আন্দোলন গবেষনা ও যাদুঘরের চেয়ারম্যান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সহধর্মীনি পেয়ারী মাহবুব, বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীস আলী খান। স্বাগত বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তিবিদ প্রকৌশলী সৈয়দ জিয়াউল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক মির্জা মাজাহারুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক ডঃ শরীফা খাতুন, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি এবাদুল হক, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ডঃ জসিম উদ্দিন আহম্মেদ, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামছুল হুদা, ভাষা সৈনিক খাজা মহিউদ্দিন আহম্মেদ,“প্রজন্মের চোখে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব”বইয়ের সম্পাদক মহুয়া মাহবুব খান, বইয়ের সহ-সম্পাদক ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক মির্জা মাজাহারল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক ডঃ শরীফা খাতুন, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি এবাদুল হক, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ডঃ জসিম উদ্দিন আহম্মেদ, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামছুল হুদা, ভাষা সৈনিক খাজা মহিউদ্দিন আহম্মেদ, আঃ জলিল, আব্দুল করিম পাঠান, অধ্যাপক আফজালুন নেছা, ডি, এইচ, এম মুনীর উদ্দিন, মঞ্জুরুল হক সিকদার, রেজাউল করিম, অধ্যাপক মনোয়ারা ইসলাম ও মোস্তাফিজুর রহমানসহ বিশ জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়। ভাষা সৈনিকদের হাতে সম্মাননা তুলে দেন “প্রজন্মের চোখে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব” বইয়ের সম্পাদক ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান মহুয়া মাহবুব খান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভাষা আন্দোলন গবেষনা ও যাদুঘরের নির্বাহী পরিচালক এম, আর, মাহবুব।
Post Views:
১৭০
|
|