Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশ্ব ডায়া‌বে‌টিস দিবস উপল‌ক্ষে বরগুনায় পদযাত্রা (র‌্যা‌লি) ও আ‌লোচনাসভা 
Sunday November 14, 2021 , 12:23 pm
Print this E-mail this

ডায়া‌বে‌টিস এক‌টি মরণব‌্যা‌ধি হ‌লেও নিয়‌ন্ত্রিত ডায়া‌বে‌টিস কখ‌নোই ক্ষ‌তির কারণ নয়

বিশ্ব ডায়া‌বে‌টিস দিবস উপল‌ক্ষে বরগুনায় পদযাত্রা (র‌্যা‌লি) ও আ‌লোচনাসভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্ব ডায়া‌বে‌টিস দিবস উপল‌ক্ষে পদযাত্রা (র‌্যা‌লি) ও আ‌লোচনাসভা আ‌য়োজন ক‌রে বরগুনা ডায়া‌বে‌টিস স‌মি‌তি। ডায়া‌বে‌টিস সম্প‌র্কে স‌চেতনতা বৃ‌দ্ধি ক‌রে আত‌ঙ্ক রো‌ধে করা হয় এ আ‌য়োজন। ডায়া‌বে‌টিস সেবা নি‌তে আর দেরী নয় প্রতিপাদ‌্য‌কে সাম‌নে নি‌য়ে পদযাত্রায় শহর প্রদ‌ক্ষিণসহ বিনামূ‌ল্যে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদা‌নের ব‌্যবস্থা করা হয় স‌মি‌তির পক্ষ থে‌কে। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, স‌মি‌তির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশীদ। তি‌নি ব‌লেন, আমা‌দের প্রত্যেকেরই উ‌চিৎ ডায়া‌বে‌টিস সম্প‌র্কে জানা এবং আশপা‌শের সকল‌কে জানানো। ত‌বেই থামা‌নো যা‌বে ডায়া‌বে‌টি‌সের মরণথাবা। ডায়া‌বে‌টিস সম্প‌র্কে বিস্তা‌রিত আ‌লোচনা ক‌রেন, সম‌তির নিয়‌মিত চি‌কিৎসক ডা: গোলাম স‌রোয়ার। তি‌নি ব‌লেন, ডায়া‌বে‌টিস এক‌টি মরণব‌্যা‌ধি হ‌লেও নিয়‌ন্ত্রিত ডায়া‌বে‌টিস কখ‌নোই ক্ষ‌তির কারণ নয়। ডায়া‌বে‌টিস চি‌কিৎসার মাধ‌্যমে প‌রিপূর্ণ নির্মূল না হ‌লেও স‌ঠিক সম‌য়ে রোগ নির্ণয়ের মাধ‌্যমে স‌ঠিক চি‌কিৎসা এবং শৃঙ্খ‌লিত জীবনযাপ‌নের মাধ‌্যমে প‌রিপূর্ণ সুস্থ থাকা সম্ভব। স‌মি‌তির যুগ্মসাধারণ সম্পাদক নূরুল আলম ব‌লেন, স‌মি‌তির লক্ষ ও উ‌দ্দেশ‌্য একটাই সক‌লের সুস্থ‌্যতা। তাই সক‌লের নিয়‌মিত পরীক্ষা নি‌শ্চিত কর‌তে স‌মি‌তি সবসম‌য়েই আপনা‌দের পা‌শে আ‌ছে ও থাক‌বে। সভায় স‌মি‌তির নিয়‌মিত ল‌্যাব টেক‌নোল‌জিস্ট দীপক মজুমদার ব‌লেন, নিয়‌মিত পরীক্ষা এবং স‌ঠিকভা‌বে চি‌কিৎসায় থাক‌লে যে‌কোন ডায়া‌বে‌টিস রোগীই সুস্থ ও স্বাভা‌বিক জীবন যাপন কর‌তে সক্ষম। তাই নিয়‌মিত পরীক্ষা-নী‌রিক্ষার মাধ‌্যমে স‌ঠিক সম‌য়ে স‌ঠিক পদ‌ক্ষেপ নেয়াটা খুবই জরুরী। ইন‌সেপ্টা ফার্মা‌সিউ‌টিকাল’র প্রতি‌নি‌ধি সুশান্ত পোদ্দার ব‌লেন, অ‌নির্ণীত ডায়া‌বে‌টিস নি‌য়ে অ‌নে‌কেই আ‌ছেন আমা‌দের চারপা‌শে। কারণ আমা‌দের অ‌নে‌কেরই ধারণা কেবলমাত্র স্থুল স্বা‌স্থ্যের মানুষ (মোটা) ও বয়স্ক‌দেরই ডায়া‌বে‌টিস হয়, কিন্তু বিষয়‌টি আস‌লে তা নয়, যেকা‌রোরই হ‌তে পা‌রে ডায়া‌বে‌টিস। তাই আমা‌দের প্রত্যেকেরই উ‌চিৎ নিয়‌মিত স্বাস্থ‌্য পরীক্ষা ও স‌ঠিক চি‌কিৎসার ব‌্যবস্থা করা। সভায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন-স‌মি‌তির ব‌্যবস্থাপনা পর্ষদের সদস‌্য খোকন শরীফ, হারুন অর রশীদ, ওবায়দুল হক মিলন, মিজানুর রহমান সহ বি‌ভিন্ন ঔষধ কোম্পানীর প্রতি‌নি‌ধি ও স‌মি‌তির নিয়‌মিত চি‌কিৎসা‌সেবা নেয়া মানুষজন এবং সর্বস্ত‌রের সাধারণ মানুষ।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা