প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বিমান বিধ্বস্তে নিহত বরিশালের পিয়াসের বাসায় কান্নার রোল
Thursday March 15, 2018 , 11:58 am
পিয়াস গোপালগঞ্জের সাহেরাখাতুন মেডিকেল কলেজ থেকে ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে
বিমান বিধ্বস্তে নিহত বরিশালের পিয়াসের বাসায় কান্নার রোল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামে। পিয়াসের বাবা সুখেন্দু বিকাশ রায় নলছিটি উপজেলার চন্দ্রকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মা পূর্ণিমা রায় বরিশাল নগরীর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিয়াস গোপালগঞ্জের সাহেরাখাতুন মেডিকেল কলেজ থেকে ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে। এ বছরের ৫ মার্চ তার পরীক্ষা শেষ হয়। পিয়াস রায়ের বাবা সুখেন্দু বিকাশ রায় জানান, নেপালে পিয়াসের বন্ধুরা রয়েছে। এর আগেও দেশের বাইরে ঘুরতে গেছে পিয়াস। নেপালের উদ্দেশে রওয়ানা হবার আগে সোমবার (১২ মার্চ) সকালে ও সর্বশেষ প্লেনে ওঠার আগে সোয়া ১১টার দিকে মায়ের সাথে ফোনে কথা হয়। এরপর থেকে পিয়াসের সাথে কোন যোগাযোগ নেই। যা জেনেছেন টেলিভিশনের খবরে জানতে পেরেছেন। ঢাকাস্থ নেপাল দূতাবাসে খবর নেয়ার চেষ্টা করলে তারা জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত কোন খবর নেই। সন্তান হারিয়ে পরিবারে এখন শোকের মাতম। দুই ভাই বোনের মধ্যে পিয়াস রায় ছিল বড়। তার বোন শুভ্রা রায় রাজধানীর নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।