|
নিহতর পরিবারকে বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে ১ লাখ টাকার অর্থ সহায়তা দেয়ার আশ্বাস
বিমান দুর্ঘটনায় নিহত পিয়াসের বরিশালের বাসায় হাসানাত আব্দুল্লাহ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মন্ত্রীর পদমর্যাদা পেয়ে বরিশালে এসেই নেপালের কাঠমাণ্ডুতে প্লেন দুর্ঘটনায় নিহত এমবিবিএস চূড়ান্ত পর্বের শিক্ষার্থী পিয়াস রায়ের বাসভবনে যান পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বরিশাল নগরের নতুনবাজার সংলগ্ন গফুর লেনে নিহত পিয়াসের বাসায় যান এবং তার পরিবার পরিজনকে সমবেদনা জ্ঞাপন করেন। পিয়াসের মরদেহ দেশে আনাসহ যেকোনো প্রয়োজনে শোকাহত পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন হাসানাত। এসময় আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রূহুল আমিন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এদিকে নিহতর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকার অর্থ সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে প্লেনযোগে বরিশাল বিমানবন্দরে পৌছান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে সেখানে গিয়ে তাকে অভিনন্দন জানান। পরে সেখানে অনুষ্ঠিত এক সভায় নেপালের কাঠমাণ্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। ওই সময় মুক্তিযোদ্ধারা পরিচয় দিতেও ভয় পেতো।আজ সেই ভয় কেটে গেছে, সময়ের সাথে সাথে দেশে উন্নয়নের ধারা বইছে। আর তাও আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়। তিনি নৌকায় ভোট চান এবং শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য নেতাকর্মী তথা বরিশালবাসীর কাছে দাবি জানান। সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এমপি, সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র নাথ শম্ভু-এমপি সহ ১০টি উপজেলার চেয়ারম্যান, মেয়রসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অপর একটি সভায় যোগ দেন তারা। সেখানেও নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ তাদের আত্মার মুক্তি ও মাগফেরাত কামনা করা হয়।
Post Views:
১০৮
|
|