মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক : বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন বিনা প্রতিদ্বন্দীতায় ঐতিহ্যবাহী দক্ষিন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার সভাপতি ও সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিলের নির্ধারিত দিনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে শিক্ষানুরাগী সদস্য রাহাদ সুমন ও সহ-সভাপতি পদে নারী অভিভাবক সদস্য রুবায়দা সুলতানা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন সদস্য সচিব পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন, উপদেষ্টা সদস্য ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মনির হোসেন, শিক্ষানুরাগী নারী সদস্য তানজিলা, পুরুষ অভিভাবক সদস্য মো.রাসেল ও সমীর রঞ্জন, নারী অভিভাবক সদস্য রেহানা আক্তার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি সদস্য দক্ষিন নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোসলেম্ খানম, দক্ষিন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোসা. লাইলী আক্তার প্রমূখ। প্রসঙ্গত সাংবাদিক রাহাদ সুমন ২০১১ সাল থেকে ২০১৭ সালের ২৬ জুন পর্যন্ত দুই মেয়াদে একটানা ৬ বছর জাতীয় শ্রেষ্ঠ পুরুস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করে তার মেধা, মনন, শৈলী ও প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালণ করেন। তার ওই ৬ বছরের মেয়াদে সমাপনী পরীক্ষার ফলাফলে ধারবাহিক ভাবে রেকর্ড সংখ্যক জিপিএ-৫ ও বৃত্তিসহ বন্দর মডেল স্কুল উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার কেন্দ্র স্থাপন, শিশু মনে একুশের চেতনা ছড়িয়ে দিতে শহীদ মিনার ও মানসিক-শারিরীক বিকাশে শিশু পার্ক নির্মাণ এবং দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করার ব্যপারেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। উপজেলায় ১২৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে তিনি ৫ বার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। সাংবাদিক রাহাদ সুমন উপজেলা শিক্ষা কমিটি ও ঐতিহ্যবাহী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুলের পরিচালনা পর্ষদেরও সদস্য। এদিকে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন বিনা প্রতিদ্বন্দীতায় ঐতিহ্যবাহী দক্ষিন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।