|
প্রতিষ্ঠানটি অনুমোদনহীন পানির পাশাপাশি এসিড পানিও বাজারজাত করে আসছে
বিএসটিআই’র অনুমোদন ছাড়াই বরিশালে বিক্রি হচ্ছে ‘মুনাফ পিওর ওয়াটার’!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএসটিআই’র অনুমোদন ছাড়াই বরিশালে দেদারছে বিক্রি হচ্ছে ‘মুনাফ পিওর ওয়াটার’। বরিশাল নগরীর নবগ্রাম রোড সরদার পাড়ার সামনে মতিউর রহমানের ভবনে অবস্থিত মুনাফ পিওর ওয়াটার নামের এ প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার আইন যাবতীয় কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি পানি বিক্রয় করে আসছে। নগরীর বিভিন্ন দোকানে অনুমোদনহীন এ প্রতিষ্ঠানের পানি বিক্রয় করতে দেখা গেছে। প্রকৃতপক্ষে বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার আইনসহ বিভিন্ন দপ্তরের অনুমতির সার্টিফিকেট নেয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তার কোন তোয়াক্কা করছে না। তারা কোন দপ্তরের কোন অনুমতি কিংবা সার্টিফিকেট ছাড়াই তাদের ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে আসছে। এছাড়া বিএসটিআই থেকে কোন ধরণের অনুমতি না নিয়েই প্রতিষ্ঠানটি তাদের পণ্যে বিএসটিআই’র লোগো ব্যবহার করে আসছে। এ ব্যাপারে বিএসটিআই‘র সহকারি পরিচালক হান্নান হোসেন বলেন, মুনাফ পিওর ওয়াটার নামে কোন প্রতিষ্ঠানকে তারা কোন ধরণের অনুমতি দেননি। তবে মুনাফ পিওর ওয়াটার নামক প্রতিষ্ঠানটি ঢাকায় মিনারেল ওয়াটার পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে। তাদের এখন পর্যন্ত কোন ধরনের অনুমতি প্রদান করা হয়নি। শুধু তাই নয় প্রতিষ্ঠানটি অনুমোদনহীন পানির পাশাপাশি এসিড পানিও বাজারজাত করে আসছে। তিনি আরো বলেন, মুনাফ বিএসটিআই’র কোন অনুমোদন পায়নি। তদন্তপূর্বক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গিয়ে পরিচালক ইঞ্জিনিয়ার শাহে আলমের বড় ভাই আবু সালেহর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। তিনি ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার মাধ্যমে তদবির করেন। এ সময় তিনি বলেন, আমরা অনুমোদন পেয়েছি। তবে কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বরিশাল সদর আসনের এমপি’র ডিও লেটার দেখান। তাছাড়া প্রতিষ্ঠানটি ঘুরে দেখা গেছে নোংরা পরিবেশে, নেই কোন শৃঙ্খলা।
Post Views:
৯৩৫
|
|