Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ৯, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএমপি কমিশনারের সাথে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা 
Tuesday September 20, 2022 , 5:30 pm
Print this E-mail this

প্রতিষ্ঠানের কেউ দালাল সেজে সেবাপ্রত্যাশীদের হয়রানি করলে বিন্দু পরিমাণ ছাড় নয়-পুলিশ কমিশনার

বিএমপি কমিশনারের সাথে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশ লাইন্স ড্রিলশেড বরিশালে মঙ্গলবার (সেপ্টেম্বর ২০) সকাল ১১ টায় পুলিশ কমিশনার বিএমপি মো: সাইফুল ইসলাম, বিপিএম-বার’র সাথে বরিশাল মহানগরীর সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানের কেউ দালাল সেজে সেবাপ্রত্যাশী ব্যক্তিদের হয়রানি করলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। প্রতিষ্ঠানের লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে হবে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা ও কাঙ্খিত সেবা দিতে ব্যত্যয় ঘটলে আমাদেরকে অবগত করতে হবে। সর্বোপরি ব্যবসা হিসেবে নয়; সেবা মনে করে রোগীদের সাথে অমানবিক কাজ করা থেকে বিরত থাকার আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল পিপিএম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন-উপ-পুলিশ কমিশনার উত্তর  মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার সিএসবি  খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।




Archives

Image
ব‌রিশালে অডিশন চলছে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার
Image
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা, চলছে গণনা
Image
১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি
Image
রোববার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি
Image
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল মুক্ত দিবস উদযাপন