|
বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাশীল দেশ-শেখ ফজলে শামস্ পরশ
বিএনপি কখনোই চায় না বাংলাদেশ সমৃদ্ধ দেশ হোক : শেখ পরশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশ সৃষ্টির শত্রুদের সঙ্গেই বিএনপির সখ্যতা, তাই তারা (বিএনপি) কখনোই চায় না যে বাংলাদেশ একটি মর্যাদাশীল, সমৃদ্ধশালী রাষ্ট্র হোক বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, তারা চেয়েছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের গর্ব, ঐতিহ্য ধুলিস্যাৎ হয়ে যায়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজকে সেটা সম্ভব হয়নি। বুধবার (২০ এপ্রিল) মিরপুরের দারুস সালামে ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগ এই আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। শেখ ফজলে শামস্ পরশ বলেন, বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাশীল দেশ। আগামীতেও বাংলাদেশ তার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আমার বিশ্বাস, আগামী নির্বাচনেও আপনারা নৌকাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিকসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
Post Views:
১৪৫
|
|