গণতান্ত্রিক ধারায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের কাছে দাবি
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ শুক্রবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব হল রুমে জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ মন্নান মাস্টার, রফিকুল ইসলাম লাবু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাছির উদ্দিন হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি,বিএনপি নেতা ও সাবেক সহকারী এটনী জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কোতয়ালী বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সনসহ সকল নেতা কর্মীকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক ধারায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের কাছে দাবি জানায়।