ঢাকাগামী একুশে এক্সপ্রেস সাথে সোনাইমুড়ি গামী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ
বাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
এম,এ কাদের অপু, অতিথি প্রতিবেদক : ঢাকা-নোয়াখালী হাইওয়ে মহাসড়কের ভাটিয়াভিটা নামক স্থানে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একুশে এক্সপ্রেস নামক বাসের সাথে মাওনা থেকে ছেড়ে আসা সোনাইমুড়ি গামী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।সোমবার দুপুরে এই সংঘর্ষ ঘটে।সংঘর্ষে সামান্য কয়েকজন আহত হলেও একুশে এক্সপ্রেস ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৪ নামক বাসের ড্রাইভারের দোষ দিলেও কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো-ব-১৬-৩৭২২-এর চালক জানায়, আমার কোন দোষ নাই একুশে এক্সপ্রেসের চালক নিয়ত্রন হারিয়ে আমার দিকে চাপা দিলে এই ঘটনা ঘটে।এসময় পুলিশ উপস্থিত থাকলেও কোন দারোগাকে দেখা যায়নি।তবে কনষ্টেবল তোফায়েল জানান,সাইফুল স্যার খাবার খাইতে গেছেন,তাই আমরা আছি।এ ঘটনায় কাভার্ড ভ্যানের ড্রাইভারসহ অন্তত ৪ জন আহত বলে জানিয়েছে পুলিশ।