Current Bangladesh Time
রবিবার জানুয়ারি ১৯, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশ 
Sunday October 28, 2018 , 1:24 pm
Print this E-mail this

দেশে ৪৭ বছরেও জনগনের হাতে ক্ষমতা আসেনি-খালেকুজ্জামান ভূঁইয়া

বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, দেশ স্বাধীন হওয়ার ৪৭ বছরেও সাধারণ জনগণের হাতে ক্ষমতা আসেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য এদেশের মানুষ কি পেয়েছে? জনগণ আজ ক্ষমতার বাহিরে ছিটকে পড়েছে। যে জনগণ দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্বে অংশ গ্রহন করেছে আজ তাদের হাতে কোন ক্ষমতা নেই। শুক্রবার (২৬ই অক্টোবর) বিকালে বরিশাল নগরীর আর্যলক্ষি ভবন মিলনায়তন সভা কক্ষে লুটপাট-দূর্নীতি-পরিবারতন্ত্রের বিপরীতে বাম-গণতান্ত্রিকদেশ প্রেমীকের শক্তি গড়ে তোলার লক্ষে বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আঃ ছত্তার ও বরিশাল বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। সুধী সমাবেশে বাম-গণতান্ত্রিক জোট ও প্রগতিশীলের সমর্থক নেতা কর্মীরা অংশ গ্রহন করে।




Archives
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের
Image
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Image
ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান
Image
ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
Image
সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে : আব্দুল আউয়াল মিন্টু